[t4b-ticker]

Welcome to Taxes Zone- Rangpur

মোঃ আবু সাইদ সোহেল
কর কমিশনার
কর অঞ্চল- রংপুর

কর অঞ্চল-রংপুর পরিচিতি

কর অঞ্চল-রংপুর প্রতিষ্ঠিত হয় ০১ নভেম্বর, ২০০১ খ্রিঃ। রংপুর বিভাগের ৫টি জেলার সমন্বয়ে কর অঞ্চল-রংপুর গঠিত। জেলাগুলি হল রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধা। বর্তমানে ২২টি সার্কেল অফিস এবং ৪টি রেঞ্জ অফিস নিয়ে কর অঞ্চল-রংপুর করদাতাদের আয়কর সেবা দিয়ে চলেছে। এই কর অঞ্চলের বিভাগীয় প্রধান হলেন কর কমিশনার। তিনি যুগ্ম সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা। তাঁর অধীনে অতিরিক্ত কর কমিশনার, যুগ্ম কর কমিশনার, উপ কর কমিশনার, সহকারী কর কমিশনার, অতিরিক্ত সহকারী কর কমিশনার, কর পরিদর্শক এবং ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীগণ কর্মরত আছেন। রংপুর শহরের প্রাণ কেন্দ্রে কাচারী বাজার এলাকায় ৪ তলা বিশিষ্ট কর ভবনের ৩য় তলায় কর কমিশনারের কার্যালয় অবস্থিত। কর অঞ্চল-রংপুর এর অধীক্ষেত্রাধীন রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধা জেলা এবং সৈয়দপুর, পীরগঞ্জ, বদরগঞ্জ, রংপুর, ডোমার, জলঢাকা, পাটগ্রাম, হাতিবান্ধা, সুন্দরগঞ্জ ও গোবিন্দগঞ্জ  উপজেলা সমূহে আয়কর অফিস বিদ্যমান রয়েছে।