[t4b-ticker]

Welcome to Taxes Zone- Rangpur

মোঃ আব্দুস সবুর খান
কর কমিশনার
কর অঞ্চল- রংপুর

কর অঞ্চল-রংপুর পরিচিতি

কর অঞ্চল-রংপুর প্রতিষ্ঠিত হয় ০১ নভেম্বর, ২০০১ খ্রিঃ। রংপুর বিভাগের ৭টি জেলার সমন্বয়ে কর অঞ্চল-রংপুর গঠিত। জেলাগুলি হল রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, ঠাকুরগাঁও ও পঞ্চগড়। বর্তমানে ২২টি সার্কেল অফিস এবং ৪টি রেঞ্জ অফিস নিয়ে কর অঞ্চল-রংপুর করদাতাদের আয়কর সেবা দিয়ে চলেছে। এই কর অঞ্চলের বিভাগীয় প্রধান হলেন কর কমিশনার। তিনি যুগ্ম সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা। তাঁর অধীনে অতিরিক্ত কর কমিশনার, যুগ্ম কর কমিশনার, উপ কর কমিশনার, সহকারী কর কমিশনার, অতিরিক্ত সহকারী কর কমিশনার, কর পরিদর্শক এবং ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীগণ কর্মরত আছেন। রংপুর শহরের প্রাণ কেন্দ্রে কাচারী বাজার এলাকায় ৪ তলা বিশিষ্ট কর ভবনের ৩য় তলায় কর কমিশনারের কার্যালয় অবস্থিত। কর অঞ্চল-রংপুর এর অধীক্ষেত্রাধীন রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও ঠাকুরগাঁও জেলা এবং সৈয়দপুর, নীলফামারী; পীরগঞ্জ, ঠাকুরগাঁও; বোচাগঞ্জ, দিনাজপুর; বদরগঞ্জ, রংপুর এবং ফুলবাড়ি, দিনাজপুর উপজেলা সমূহে আয়কর অফিস বিদ্যমান রয়েছে।